ফ্ল্যাশ ডিস্ক দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করার মজাই আলাদা। একটা সময় ছিলো, যখন সিডি/ডিভিডি দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হতো এবং অনেক সময় লেগে যেতো। এমনো ঘটনা মনে আছে যে ডিভিডিতে একটু দাগ লেগেছে, ৯৫% ইনস্টল হয়ে আর কাজ হয়না, সাথে ব্যাকআপ ডিস্ক নেই যে সেটা দিয়ে ইনস্টল করা যাবে, কত রকমই না পেইন ছিলো!
উইন্ডোস ভিস্তা থেকেই ফ্ল্যাশ ডিস্কে করে ইনস্টল করার একটা সহজ উপায় চলে এসেছিলো। কমান্ড প্রম্পটে বহু কিচ্ছা কাহিনী করে ফ্ল্যাশ ডিস্ককে বুটেবল বানানো যেতো।
লিনাক্সের জন্য বিষয়টা সহজ ছিলো, UNetbootin ও Universal USB Installer নামের দু’টি টুল ও যে-কোনো লিনাক্সের লাইভ সিডি/ডিভিডি দিয়ে অনায়াসে লিনাক্সের বুটেবল লাইভ ডিস্ক তৈরী করা যেতো। কিন্তু উইন্ডোসের জন্য অনেকগুলি টুল বরাদ্দ থাকলেও বেশীরভাগ সময় দেখাযায় সেগুলি কাজ করেনা। যেমন WinToFlash, কাজ করবে কি করবেনা বলা মুশকিল!
আজকে Rufus নামের একটি টুল দেখলাম এবং কিছুক্ষণ সেটা নিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোই লাগলো। একই টুল দিয়ে লিনাক্স, উইন্ডোসের বুটেবল ফ্ল্যাশ ডিস্ক তৈরী করা যাচ্ছে।
ছোট্ট একটি টুল, কিন্তু বেশ কাজের। যারা ইনস্টলার নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাদের একবার এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে বলছি।
Asif Rahman said:
হায় হায়.. চুরি শিখানো হচ্ছে 😛
Asif Rahman said:
ছোট মরিচের ঝাল বেশি.. আসলেই অনেক কাজের এটা | ধন্যবাদ 🙂
Omi Azad said:
How exactly এটা “চুরি শিখানো হচ্ছে”
Ali Raz Ali said:
very good. Thanks bro
Anup Debnath said:
Windows 7 USB DVD Download Tool টার কথা বাদ দিলেন কেন? 😛
Omi Azad said:
That cannot create bootable flash disks for Linux 🙂 I’m trying to address cross platform here.
Anup Debnath said:
না, আপনি মোটামুটি সব গুলার লিংক দিয়েছেন উপরে, কিন্তু এটার দেন নি।
Omi Azad said:
ঐটার বেইল নাই 😉
Tanvir Mustafiz Khan said:
Universal USB Installer এখন উইন্ডোজ ইমেজ সাপোর্ট করে। আমি উইন্ডোজ ৮ ইনস্টলেশন ইউএসবি ঐটা দিয়েই বানাই! 😀
Omi Azad said:
Try this one. 🙂
Borhan Uddin said:
এখনি ব্যবহার করে দেখতে হবে । রুফুস ডাউনলোড করতে গিয়ে আরেকটা জিনিস আবিষ্কার করলাম যেটা হচ্ছে, ইউনিভার্সাল ইউএসবি ইন্সটলার দিয়ে উইন্ডোজ ৭, ৮ সেটাপ করার ফ্ল্যাশ ডিস্ক বানানো যায় [হ্যাপি].
Omi Azad said:
রুফুস দিয়েও একই কাজ করা যায়। আর রুফুস ইউনিভার্সাল ইউএসবি ইন্সটলারের মতন ইনস্টল করে রাখা লাগেনা। 🙂
Borhan Uddin said:
Universal USB Installer ইন্সটল করা লাগে কে বলেছে ? এটা তো ১০০% পোর্টেবল !
Aniruddha Adhikary said:
অচাম তো! টেস্ট করে দেখি।.
Muntasir Billah Munna said:
ইন্টারফেস তো ভালই দেখতেছি, একদম সাদাসিধের মধ্যে ভাল জিনিস। এটা দিয়ে xp বুটেবল হয় কিনা এখন টেস্ট করে দেখতে হবে। xp ছাড়া বাকিগুলোর solve পাইছি, কিন্তু এই একটাতে আটকে আছি।.
Omi Azad said:
Who cares about XP these days!!!
There are some ways to make XP Bootable with http://wintoflash.com/home/en/ this app.
Muntasir Billah Munna said:
I know, but for some people and some machines, we still need xp, right? May be just for myself I’m more than happy with multiboot/lili/unetbootin and windows 7 USB/DVD tool or command prompt or something else, but when my brother asks me to set up os on his Toshiba Satellite (Celeron R 1.4, 256MB DDR), I’ve no choice then 🙂
Anyway, thnx for the link, already tried wintoflash, it doesn’t guarantee working on all machines….. 🙁