“য়াহু ম্যাসেঞ্জার ব্যবহারকারীদেরকে আর সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে হবেনা।” গত ওয়েব ২.০ কনফারেন্সে ইয়াহু’র এক্সিকিউটিভ ব্র্যাড্ গার্লিংহাউজ দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলেন।

বিশ্বের সবচাইতে জনপ্রিয় ইমেইল সার্ভিস য়াহু এবং বর্তমানে য়াহু’র ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে (নিষ্ক্রিয় ব্যবহারকারী এর ৬ গুন বেশী)। কিন্তু প্রতিদ্বন্দ্বী জিমেইলের নিত্যনতুন সুবিধা য়াহুর ব্যবহারকারীদের মনে ভাটা ফেলে দিয়েছিলো আর সেজন্যাই ইয়াহু ওয়েব ২.০-এর আদলে চমৎকার সব নতুন ফিচার উপস্থাপন করছে ব্যবহারকারীদের কাছে।

য়াহু’র নতুন বেটা মেইল ব্যবহারকারীরা একটি ব্রাউজার ইউন্ডোর ভেতরই য়াহু চ্যাট সার্ভিস ব্যবহার করতে পারবে। আর সাধারণ ব্যবহারকারীদের কাছে এটা উন্মুক্ত হবে ক্রিসমাসের পর থেকে। গার্লিংহাউজ বলেন, “এই নতুন সংযোজনটি হবে আমাদের ব্যবহারকারীদের কাছে বড়দিনের উপহার।”