কি আপনার বন্ধু উইন্ডোজে বসে বসে দারুন সব গেম খেলছে , আর আপনি আপনার লিনাক্সের জন্য গেম খুঁজে বেড়াচ্ছেন । এখন আপনিও লিনাক্সে সাম্প্রতিক গেম গুলো খেলতে পারেন ।
CodeWeavers: লিনাক্সে উইন্ডোজের এ্যাপ্লিকেশন গুলো চালানোর জন্য CrossOver Office নামক এ্যাপ্লিকেশন রিলিজ করে আসছিল । বর্তমানে তারা CrossOver 6.0 Beta 2 নামক নতুন বেটা ভার্সন ম্যাক এবং লিনাক্স ওএস এর জন্য রিলিজ করেছে। এর লিনাক্স ভার্সনটির মাধ্যমে আপনার উইন্ডোজ এ্যাপ্লিকেশন গুলো আপনার পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশনে চালানো ছাড়াও কিছু সাম্প্রতিক গেম যেমন World of Warcraft , Half Life 2 , Counterstrike এর মত গেমগুলো খেলতে পারবেন ।
এছাড়াও এটি দিয়ে outlook 2003,Flash Player 9,Visio 2003,Project 2003 ইত্যাদি লিনাক্স ওএস এ চালাতে পারবেন ।
যদিও এটি কমার্শিয়াল প্রোডাক্ট তবে এই বেটা ভার্সনটি আপনি ৬০ দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বেটা ভার্সনটি ডাউনলোড করতে হলে ভিজিট করুন – http://www.codeweavers.com/beta/