পোর্টেবল সঙ্গীত প্লেয়ারের যুদ্ধ চলছে, আইপড, জুন, ক্রিয়েটিভ জেন, আইরিভার আরও কত কি! এর মধ্যে আবার নতুনভাবে যোগ দিলো ন্যাপস্টার। ন্যাপস্টার নামটির জন্ম হয় ১৯৯৮ সালে। তখন ন্যাপস্টারই ছিলো একমাত্র ফাইল শেয়ারিং পিটুপি সমাধান, পরে বিভিন্ন সঙ্গীত কোম্পানী মামলা করে দিলে নেপস্টার তাঁদের ব্যবসার ধরন বদলে দেয়। মামলা হবার পরে নেপস্টার সদস্যভিত্তিক সঙ্গিত ডাউনলোডে বা শেয়ারের ব্যবসা করে আসছে এবং ভালো মানের নিশ্চয়তা দিয়ে এখনো বাজারে টিকে আছে। কোনো সার্ভার ব্যবহার না করে যে ফাইল শেয়ার করা যায়, বিষয়টি প্রথম নেপস্টারই উপস্থাপন করেছিলো।
এই নেপস্টারই নতুন পরিকল্পনা নিয়ে পোর্টেবল সঙ্গীত প্লেয়ারের বাজার ধরতে এসেছে তাঁদের নতুন পণ্য Napster DMPJ-250C নিয়ে। এক গিগাবাইট ধারণক্ষমতাসম্পন্ন এই প্লেয়ারটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না, মাত্র ৫০ মার্কিন ডলারের বিনিময়ে নেপস্টারের সদস্য হলে গ্রাহকদের বিনামূল্যে এই যন্ত্রটি উপহার দেয়া হবে এবং সদস্যরা নেপস্টারের সাইট থেকে ১২ মাসের জন্য পছন্দের সঙ্গীত ডাউনলোড করতে পারবেন তাঁদের কম্পিউটারে। সুদীর্ঘ ব্যাটারীর স্থায়ীত্ব, ছবি এবং ভিডিওর সমর্থন দিয়ে নেপস্টার আশা করছে খুব শিঘ্রই সঙ্গীত প্লেয়ারের বাজার ধারে ফেলবে অন্যদের পেছনে ফেলে দিয়ে। কারন এত অল্প টাকায় এতকিছু এর আগে অন্য কোনো কোম্পানী ভাবতেও পারেনি।
সঙ্গীত প্লেয়ারের যুদ্ধে নেপস্টার
09 শুক্রবার ফেব্রু. 2007
Posted আইটি বিশ্ব
in