দেশে প্রথমবারের মতো বাংলালিংক নিয়ে এসেছে ভয়েস পোর্টাল সার্ভিস। ‘ডায়াল করুন ৪৮৪৮ আর বলুন কি চাই’। ৪৮৪৮ ডায়াল করে স্পষ্ট উচ্চারণে বাংলা অথবা ইংরেজিতে বলতে হবে আপনার প্রয়োজনীয় সার্ভিসটির নাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সার্ভিসটি।

আর এই সার্ভিসটি স্পিচ্ রিকগনেশন ও ডিটিএমএফ (ডুয়েল টোন মাণ্টিফ্রিকোয়েন্সি) দু’ধরনের প্রযুক্তিতেই পাওয়া যাবে। বাংলালিঙ্ক জানায় প্রাথমিক অবসহায় চালুকৃত সার্ভিসগুলোর মধ্যে রয়েছে রিংটোন, খবর, রাশিফল, জোকস, উইম্যান স্পেশাল, ক্রিকেট, গ্রিটিং সার্ভিস ছাড়াও অনেক কিছু। আর এই ভয়েস পোর্টাল সার্ভিস ব্যবহার করতে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। যে কোনো বাংলালিংক সংযোগ থেকে শুধু ৪৮৪৮ ডায়াল করলেই সার্ভিসটি পাওয়া যাবে। তবে ব্রাউজিংয়ের সময় গ্রাহকের ব্যালেন্স থেকে ভ্যাট ছাড়া ৫ টাকা প্রতি মিনিট কাটা হবে আর রিংটোন ডাউনলোডের ক্ষেত্রে আগের চার্জই প্রযোজ্য হবে, অর্থাৎ ভ্যাট ছাড়া ৯ টাকা প্রতিটি রিংটোন।

এমনিতে বাংলালিঙ্ক চলেনা। এরপরও নিত্য নতুন ঝাঁকি দিয়ে কাস্টমার ধরার চেষ্টা করছে তারা প্রতি নিয়ত। আমার মনেহয় এই সার্ভিসটাও একটা ফ্লপ হবে বাংলালিঙ্কের….