সামহোয়্যার ইন… এই সাইটটা করেছে খুব সম্ভবত তাদের ডেভলপারদের কর্মদক্ষতা দেখানোর জন্য 🙂 এতে করে আমাদের দেশের পোলাপাইনদের জন্য একটা ভালো সুবিধা হয়েছে নেটে নতুন কিছু করার।
কিন্তু এই ব্লগটা শুরু করার পর থেকেই আমার অভিযোগ ছিলো এর ASCII ফন্ট ব্যবহার নিয়ে। ব্লগটি যারা তৈরী করেছেন, তাঁদের সাথে আমার বেশ আন্তরিকতা আছে এবং ডেভলপারদের একজন আমার ঘনিষ্ট বন্ধু। সেই সূত্র ধরে আমি শুরু থেকে তাঁদের পরামর্শ দিয়ে আসছি যাতে ব্লগটি ইউনিকেডে নিয়ে আসে।
গত ১৪ তারিখে হাসিন অফিসিয়ালি ঘোষনা করে যে সে সামহোয়্যার ইন ব্লগ ইউনিকোডে নিয়ে আসছে। এটা আমাদের জন্য সুখবর। দেশের পোলাপাইনরা যদি ইউনিকোড বিষয়ে সোচ্চার হয়, তাহলে আমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো এবং অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে।
ব্লগটি ইউনিকোডে হলে আরও একটি সুবিধা আছে। সেটা হলো, পাবলিক যখন কিছু লিখবে, সেটা সরাসরি গুগল্, ইয়াহু বা এমএসএন-এর মতো সার্চ ইঞ্জিনগুলি ক্যাশ করতে পারবে। তাই প্রয়োজনীয় কোনো তথ্য যদি থাকে এবং অন্যকেউ যদি সেটা অনুসন্ধান করে, তাহলে সহজে খুঁজে পাবে।
ঠিক আছে বন্ধু নৌকা ভেড়াও…
ভালো ভালো..
শেষ পর্যন্ত আপনার কথা-তো শুনলো; এতেই আমি খুশি। 😀
Dea Omi,
Officialy Kintu Declaration Dei nai, Just amar blog e publish korsi je I am trying for that.
I am now developing a phonetic parser (unicode bangla) which I will release from your site Ekushey.org. That script will be a great help for writing unicode in web apps.
[quote]
I will release from your site Ekushey.org [/quote]
একুশে.অর্গ আমার একার সাইট নয়। এটার সাথে সকলেই জড়িত যারা বাংলা’র শুভাকাঙ্খী। 🙂 আমি ভাই সেটা পৈত্রিক সূত্রে পেলে একটা কথা ছিলো…
অমি ভাই সামহোয়্যার ইন সাইট সম্পর্কে তেমন কোন আইডিয়া নাই। আমার একটা ছোটখাট ব্লগ সাইট আছে ব্লগস্পটে। তবে এটা সত্যিকথা আমাদের এখন ইউনিকোডে যাবার সময় হয়েছে। তাছাড়া বাংলা বিস্তারে সবাইকে অল্প-বিস্তর ভুমিকা রাখতে হবে, তাইনা?
যাইহোক আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
বাংলা পাির না……….
ইউনিকোডের জয় হোক!মানে ইউনিজয়!