NetConfযারা একটি কম্পিউটার একাধিক নেটওয়ার্কে ব্যবহার করেন তাঁদের জন্য নেটওয়ার্কের সেটিংর্স পরিবর্তন করাটা একটা ঝামেলার বিষয়। বিশেষকরে যারা ল্যাপটপ ব্যবহার করেন, তাঁদের এই সমস্যা খুব বেশী অনুভব করতে হয়। বাড়ীতে ব্যবহারের জন্য একরকমের সেটিং, অফিসে একরকম, আবার অন্য কোথাও গেলে অন্য রকম।

প্রোগ্রামার ওমর আল জাবির মিশো SwitchNetConfig নামের একটি এ্যাপ্লিকেশন তৈরী করেছেন এই কাজ সহজ করার জন্য। সি সার্প ব্যবহার করে তৈরী এই ওপেন সোর্স এই এ্যপ্লিকেশনটি তৈরী করা হয়েছে ল্যাপটপ ব্যবহারকরীদের উদ্দেশ্য করে। এটি ব্যবহার করে যে কোনো সময় নেটওয়ার্কের সেটিং পরিবর্তন করা সম্ভব। এটি সাধারন ল্যান কার্ড বা ওয়াই ফাই ল্যান কার্ডে সুন্দরভাবে কাজ করে। ব্যবহারকারীকে শুধু একবার প্রতিটি স্থানের জন্য ভিন্ন সেটিং সংরক্ষণ করতে হবে (যেমন: অফিস, বাড়ী ইত্যাদী), পরে স্থান পরিবর্তন করলে শুধু এ্যপ্লিকেশনটি খুলে সেটিং প্রয়োগ করে দিলেই হলো, বার বার নতুন করে সেটিং বসাতে হবে না।

উল্লেখ্য যে, পৃথিবীতে এই ধরণের কাজের জন্য সফটওয়্যার খুব কম উপলব্ধ আছে। এবং আমরা গর্বিত যে ওয়ার্ল্ড ক্লাশ এই ধরণের সফটওয়্যার আমাদের দেশে এখন তৈরী হচ্ছে।