মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ত্রুটির কারণে জনপ্রিয়তা হারিয়েছে বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট কর্পরেশনের ওয়েব ব্রাইজার ইন্টারনেট এক্সপ্লোরার। আর তাই বিশ্বজুড়ে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীরা এখন তাই মোজিলা ফায়ারফক্স ব্যবহার করছে। কিন্তু ফায়ারফক্স ব্যবহার করতে গিয়েও কিছু সমস্যার সন্মুখীন হতে হয়। এমন অনেক ওয়েব সাইট রয়েছে যেগুলি ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া দেখা যায় না (যেমন বাংলাদেশের সংবাদপত্রের ওয়েবসাইটগুলি)। আর তাই এই সমস্যার সমাধান নিয়ে এসেছে IE Tab নামক ফায়ারফক্সের একটি এক্সটেনশন।

এই এক্সটেনশনটি মোজিলা ফায়ারফক্সের দুর্দান্ত সব গুণ অক্ষুন্ন রেখে ফায়ারফক্সের ভেতরেই ওয়েব পেজকে ইন্টারনেট এক্সপ্লোরারের মতন প্রদর্শন করে। ফায়ারফক্সের এই এক্সটেনশনটি ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য তৈরী যে-কোনো ওয়েব সাইট (যেমন: উইন্ডোস আপডেট, Windows Genuine Validation) অনায়াসে ব্যবহার করা যাবে। এক্সটেনশনটি ডাউনলোড করা যাবে http://ietab.mozdev.org/ সাইট থেকে। ঝুঁকিপুর্ন ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করে ফায়ারফক্সে এই ছোট্ট এক্সটেনশনটি ব্যবহার করা ঢের নিরাপদ।