Green WiFiগ্রীণ ওয়াই-ফাই নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশের চাহিদার কথা বিবেচনা করে কম খরচে এবং বিদ্যুতের ব্যবহার না করে ওয়্যারলেস প্রযুক্তির নেটওয়ার্কিং-এর উপর গবেষণা করেছে। গ্রীণ ওয়াই-ফাই-এর ব্রুস বাইকি এক সাক্ষাতকারে জানান যে বর্তমানে তাঁদের গবেষনা বাস্তব রূপ নিয়েছে এবং উন্নয়নশীল দেশগুলির গ্রাম অঞ্চল, যেখানে বিদ্যুতের উপস্থিতি কম, সেখানে ব্যবহারের জন্য “গ্রীণ ওয়াই-ফাই সান পাওয়ার্ড গিয়ার” নামের একটি রাউটার তৈরী করেছে। একটি শক্তিশালী ওয়াই-ফাই রাউটারের সাথে থাকছে একটি ছোট সোলার প্যানেল এবং একটি ছোট্ট আকারের হালকা কিন্তু হেভি ডিউটি ব্যাটারী। সূর্যের আলো দুর্বল থাকলে এই যন্ত্রটি নেটওয়ার্কের ব্যান্ডউইড্থ কমিয়ে নিয়ে আসবে যাতে করে ব্যবহারকারীরা ইন্টারনেট/নেটওয়ার্কের কম গতি পেলেও সংযোগ থেকে বিচ্ছিন্ন হবে না। এর ব্যাটারীটি এতই শক্তিশালী যে, আলো না থাকলেও একমাস টানা সার্ভিস দিয়ে যেতে পারবে।

গ্রীণ ওয়াই-ফাই জানিয়েছে যে আগামী ২০০৭-এর আগে এই পণ্যটি বাজারজাত করবেন এবং তাঁদের ইচ্ছা উন্নয়নশীল দেশের গ্রামগুলির স্কুল বা শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিকে বিনামূল্যে বা অতি স্বল্পমূল্যে এই ডিভাইসটি সরবরাহ করা।