প্রবাদ আছে বসে বসে খেলে, রাজ ভান্ডারো ফুরিয়ে যায়। আর তাই গতকাল মাইক্রসফট ঘোষণা দিয়েছে, তাদের অফিস ২০০৭ বেটা’র ভবিষ্যত সংষ্করণগুলি পরীক্ষা করতে হলে টাকা দিয়ে পরীক্ষা করতে হবে। প্রেস রিলিজে মাইক্রোসফট বলেন যে সারাবিশ্ব থেকে কোটি কোটি মানুষ এই বেটা পরীক্ষা করে। প্রতিটি হোস্ট সার্ভারে পেটা-বাইট ডাটা ট্রান্সফার হয় প্রতিদিন। তাই মাইক্রসফট এই নাম মাত্র টাকা নিচ্ছে যাতে হোস্টিং-এর খরচ উঠে আসে।উল্লেখ্য যে অফিস ২০০৭ বেটা মাইক্রসফট বিনামূল্যে সরবরাহ করছিলো এবং যে-কেউ এটা ডাউনলোড করে বা ডিভিডি ওর্ডার করে ব্যবহার করতে পারতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে সফটওয়্যার ক্রেকার’র এখনি ক্রাক্ তৈরী করে বাজারে ছেড়েছেন যাতে এই বেটাগুলি নির্দিষ্ট সময়ের বাহিরেও চলতে থাকে। ব্যবহারকারীরা বেটা ব্যবহার করার সময় সফটওয়্যারটির সমস্যা পর্যালোচনা করে বিভিন্নরকম মন্তব্য বা পরামর্শ দেন। এতেকরে পণ্যের মান উন্নয়ন হয়। তবে উক্ত সদ্ধান্তটি কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে বলা যাচ্ছে না এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আদৌ কেউ এই বেটা টেস্টিং কাজে অংশগ্রহন করবে কি-না বলা মুসকিল।

পিসিওয়ার্ল্ড