বাংলাদেশের একমাত্র GNU/লিনাক্স উন্নয়নকারী সংগঠন “অঙ্কুর” নতুন একটি বাংলা লিনাক্স অপারেটিং সিস্টেম রিলিজ করেছে। উবুন্টু ড্যাপার-এর উপর ভিত্তি করে এই লিনাক্সে তৈরী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “অঙ্কুর”। এর আগেও অঙ্কুর বাংলা লিনাক্সের তিনটি সংস্করণ রিলিজ করেছিলো, কিন্তু সেগুলো হার্ড ডিস্কে ইনস্টল করার কোনো সুবিধা ছিলোনা। ব্যবহারকারী আগের সংস্করণগুলি সিডি থেকে সরাসরি চালিয়ে শুধু লিনাক্স সম্পর্কে ধারণা নিতে পারতো। তবে শ্রাবণী লিনাক্সে থাকছে হার্ডডিস্কে ইনস্টল করার সুবিধা।
শ্রাবণী বাংলা লিনাক্স অপারেটিং সিস্টেমে যা যা থাকছে:
১) উইন্ডোজের মতো সংয়সম্পন্ন ইনস্টলার, যার সামান্য কিছু অপশন ব্যবহার করে একজন খুব সহজেই এটি হার্ড ডিস্কে ইনস্টল করতে পারবে। ২) ইনস্টল করা মাত্রই বাংলা বাংলাদেশ লোকেল (bn-BD) নিয়ে লিনাক্স চালু হবে। এবং বাংলাদেশের পটভূমির সমস্থ তথ্য কাজ করবে। ৩) সাধারণ লিনাক্সের বাহিরে অনেক প্রয়োজনীয় নতুন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, যেমন: ওপেন অফিস, গেইম ম্যাসেঞ্জার, ইন্কস্কেপ, স্ক্রাইবাস, ফন্টফোর্জ, ডি ফর এক্স ডাউনলোডার, জিনোম পিপিপি ডায়েল আপ এ্যাপ্লিকেশন ইত্যাদী। ৪) আগে রিলিজ করা সংস্করণগুলি’র ব্যবহারকারীদের মতামত থেকে অঙ্কুরের ধারণা হয়েছে যে বাংলাদেশে অপারেটিং সিস্টেমে মাল্টিমিডিয়া এ্যাপ্লিকেশনের ব্যপক চাহিদা রয়েছে, তাই শ্রাবণী-তে অন্তর্ভুক্ত থাকছে রিয়্যাল প্লেয়ার, ভি এল সি প্লেয়ার জি পার্টেড, এম প্লেয়ার। সেই সাথে থাকছে উইন্ডোজ ভিত্তিক ভিডিওর অনেকগুলি কোড্যাক, যার ফলে ব্যবহারকারী প্রায় সব রকম অডিও, ভিডিও ফাইল চালাতে পারবে অনায়াসে।
এই ঠিকানায় গিয়ে AnkurBangla Install CD 6.08 সম্পুর্ন বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা ৬৯২ মেগাবাইটের ISO ফাইলটি যো-কোনো সিডি রাইট করার এ্যাপ্লিকেশন দিয়ে সিডিতে রাইট করে সিডি থেকে কম্পিউটার বুট করলে ইনস্টলেশন মেনু পাওয়া যাবে। একবার ইনস্টল হয়ে গেলে ইউজারনেম: ankur এবং শব্দচাবি: ankur দিয়ে লগ-ইন করে স্বাভাবিক ডেস্কটপে কাজ করতে পারবে। এই ডিস্ট্রিবউশনটির সমস্থ কাজ শ্রাবণ মাসে হয়েছে বলে নাম দেয়া হয়েছে শ্রাবণী।
gr8 thing,
i was searching such stuff for a long while (though for editing myself…:D)
best regards,
আমি প্রথমে ইংরেজীটা ( ফেডোরা কোর ৬) ইনস্টল করেছি। তারপর বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইনস্টল করেছি ইয়াম থেকে। প্রশ্ন হলো, এটা কি শ্রাবনীর মতোই কাজ করছে? আমি মোটামুটি সবকিছুই বাংলায় পাচ্ছি। আরেকটা ব্যাপার হলো, এখানে যেটা পড়ে দেখলাম, বলা হয়েছে ইউজার নেম এবং পাস ওয়ার্ড : ankur দিয়ে ঢুকতে। আমি যদি রুট হিসেবে ঢুকতে চাই, তাহলে সেটা কি সম্ভব হবে? কারন টার্মিনালের অনেক কিছুই রুট ছাড়া কাজ করেনা।
জনাব আবু হাসনাত রোকন,
আপনি root হিসেবেও কাজ করতে পারবেন। সেটা দুইভাবে করতে পারবেন।
১। যে কোন কমান্ডের আগে sudo যোগ করে নিবেন। তখন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন ankur । যদি পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন, তখন সেই পরিবর্তিত পাসওয়ার্ড দিন।
যেমন: sudo fdisk /dev/hda
অথবা
২। root এর জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিন।
যেমন: sudo passwd root
তারপর root এর জন্য নতুন পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে টার্মিনালে su দিয়ে root এর ক্ষমতা পেতে পারেন।
ধন্যবাদ,
সুজন
আমি বাংলা লিনাক্স ডাউনলোড করেছি নেরো দিয়ে ডাটা ফাইল হিসাবে রাইট করেছি। কিন্তু সিডি থেকে বুট হচ্ছে না। কি করা যায় আমাকে একটু জানাবেন।
মন্ময়
@monmoy
You are beyond help. Sorry!