নিজেদের টিমকে মজবুত করার জন্য জন্মলগ্ন থেকে গুগল্ অনেক কিছু করেছে, তারই একটা অংশ মাথা তল্লাশি বা Head Hunting (উল্লেখ্য যে এই অভিযানটি প্রতি বছর ভারতের ব্যাঙ্গালোরেও অনুষ্ঠিত হয়)। এই অভিযানে নেমে গুগল্ নিজেদের টিমে অন্তুর্ভুক্ত করে নিলো মোজিলা ফায়ারফক্সের মূল প্রোগ্রামার “ব্রিটেইন বেন গুড্গার” কে।
গুড্গার জানান, “যদিও আমি আগে প্রকাশ করি নাই, কিন্তু গত জানুয়ারী থেকে আমার আয়ের উৎস মোজিলা ফাউন্ডেশন থেকে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-এর গুগল্ ইঙ্ক-এ পরিবর্তিত হয়েছে। গুগল্-এ থেকেও আমি ফায়ারফক্সের জন্য সকল দ্বায়িত্ব পালন করে যাবো এবং আমার সিদ্ধান্তে এক বিন্দু পরিবর্তন আসবে না। এবং আমি আশা করবো, উক্ত বিষয়ে গুগল্ আমাকে সার্বিক সহোযোগিতা করবে। এখন আমার মূল লক্ষ্য হলো সফলভাবে মোমরীহোলগুলি (মোজিলা ফায়ারফক্সের একটি সমস্যা) ঠিক করে ফায়ারফক্স ২.০ ভার্সন রিলাজ করা। আমি এখানে থেকেও ফায়ারফক্সকে এগিয়ে নিয়ে যাবার জন্য উদ্যামহীন প্রচেষ্টা চালাবো।
গত ২০০৪ সালের এপ্রিল মাসে গুগল্ gbrowser.com নামের ডোমেইনটি কিনে রাখে এবং বিষয়টি সিনেট জানতে পারলে সেটা প্রকাশ করার পর সবার মনেই প্রশ্ন জাগে যে গুগল্ কি আসলেই আলাদা ওয়েব ব্রাউজার ছাড়বে কি-না। তবে গুড্গার-কে টীমে নেবার পরে এই ধারণা পক্ত হলো যে গুগল্ আসলেই ভবিষ্যতে একটা ওয়েব ব্রাউজার ছাড়ার পরিকল্পনা করছে।
Tanvir Ahmed
ucep-Bangladesh