যারা ইন্টারনেটের বিশেষ বিশেষ ঠিকানা মনে রাখতে চান, তারা অবশ্যই বুকমার্ক বা ফেভারিটস্ নামের বৈশিষ্ঠ্যটি ব্যবহার করে থাকবেন। ইন্টারনেট ব্রাউজার যাই হোক না কেনো, বুকমার্ক বা ফেভারিটস্ ব্যবহার করতেই হয় ঠিকানা মনে রাখার জন্য। ঠিক বুকমার্কের মতো আরেকটি ফিচার হলো হিস্ট্রি। আমরা যেসব সাইট ভ্রমণ করেছি, সেগুলির একটি রেকোর্ড ব্রাউজারের হিস্ট্রিতে থেকে যায়। ব্রাউজ করার সময় আমরা কোন কোন সাইটে গিয়েছি সেটা মনে না থাকলে পরে হিস্ট্রি থেকে চট্ করে দেখে নেয়া যায়।

কিন্তু সমস্যা হলো যদি আমরা আমাদের কম্পিউটার বাদ দিয়ে অন্য কম্পিউটারে বসি (যেমন সাইবার ক্যাফেতে)। সেখানে আমার পছন্দের কিছুই থাকেনা। তারই সমাধান নিয়ে এলো গুগল্ ব্রাউজার সিঙ্ক। এটি মোজিলা ফায়ারফক্সের একটি এক্সটেনশন (বা এ্যাড-অন বলা যেতে পারে)। ফায়ারফক্স ব্যবহারকারীরা এই এক্সটেনশনটি ইনস্টল করলে গুগল্ ব্যবহাকরীর বুকমার্ক, ব্রাউজিং হিস্ট্রি, সাইটে ব্যবহৃত পাসওয়ার্ড ইত্যাদী সার্ভারে সংরক্ষণ করে রাখবে। ব্যবহারকারী কম্পিউটার বদল করলেও উক্ত বিষয়গুলি স্বাভাবিক ভাবে সার্ভারথেকে লোড হয়ে যাবে আপনা আপনি। তবে সুবিধাটি শুধু ফায়ারফক্স এবং জিমেইল ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন এবং ব্যবহারকারী যেই কম্পিউটারেই যান, সেখানে গুগল্ ব্রাউজার সিঙ্ক ইনস্টল করা থাকতে হবে। সার্ভিসটি পাওয়া যাবে এই ঠিকানা থেকে।