এই মাত্র মাইক্রোসফট থেকে পাঠানো উইন্ডোস সেভেনের বাক্সটি পেলাম। বাক্সটিতে যা যা আছে..

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল
মোট কথা, এখানে আছে উইন্ডোস সেভেন আলটিমেট এডিশন যাকে ওরা বলছে সিগনেচার এডিশন, তবে কার সিগনেচার সেটাই রহস্য :), আছে উইন্ডোস সেভেন মনোগ্রাম যুক্ত কিছু টেবিল ন্যাপকিন, ১০টি উইন্ডোস সেভেন ব্যাগ, বিশাল একটা উইন্ডোস সেভেন পোস্টার, একটা উইন্ডোস সেভেন ডেস্কটপ পাযল, এই তো!
Pingback: Micro Reality Bites
বাহ বাহ! 😉
ও….. দারুনতো ভাইয়া……
আচ্ছা আমরা কিভাবে পেতে পারি? 🙂
ভাইরে!!!
এত্তকিছু!!!
আমাদের ভাগ্যে আর কি এইসব জুটে!
আছে শুধু পাইরেটেড জিনিসপত্র..
অরজিনাল উইন্ডোজের মজাই আলাদা…
আরেকটা কথা!
উইকিতে জানতে পারলাম ওটা স্টিভ বালমারের সিগি!
আরো কয়েকটা ডিভিডি দেখতেছি!
আসলে মোট কয়টা ডিভিডি দিছে?
Only 2 DVD
x86 and x64
এর থেইকা বিষ্ঠার বাক্স ঢের ভালো ছিল
How did you get it ? All the items sent to me from Microsoft are either returned or hold of by customs at BD , finally i decided to ship it to my US office.
কয় টেকা লাগলো তাতো কইলেন না….
@Mehfuz
I don’t know DHL/FedEx always brings stuffs to my home and I pay them some বকশিস for this.
@Arafat Rahman
Only ৳1,150.00 to DHL. No extra cost!
আপনিতো মাইক্রোসফট এর এম ভি পি তাই এত কম মূল্য পেয়েছেন। নাকি আসলেই মূল্য এটা? যদি না হয় তাহলেতো আমাদের সাথে শেয়ার করুন কিভাবে আমরাও পাবো।
@সাইফ
আমি এটার জন্য কোনো মূল্য পরিশোধ করিনি। মাইক্রোসফটের ৯০% সফটওয়্যার আমার ব্যবহারের জন্য উন্মুক্ত। আমি টাকাটা DHL কে দিয়েছি ট্যাক্স ও অন্যান্য কারণে।
omi vai amader ar jealous feel koraien na hehehe
জীবনে প্রথম কোন ইউন্ডোজ এর অরিজিনার সিডি এর কভার দেখলাম। খুব ভাল লাগলো। অমি ভাই, এই পোষ্ট এর জন্য আপনাকে ধন্যবাদ।
ওমি ভাই।আমিতো মাইক্রোসফটের ওয়েবছাইটে গিয়ে দেখলাম উল্টিমেট এডিশন 219.00 ডলার!তার মানে 22,000 টাকা (প্রায়)।?!
Pingback: ফিরে চাওয়া ২০০৯ | Reality Bites
ভাই আমার পিসি এক মাসে তিন বার ফরমেট দিতে হয়।
আমাগো লিগা উবুন্তুই বালা।
Thanks for this post, I was looking for information like this.
W7…josh
সালাম ভাই।
আপনার পেজ এ অনেক পিকচার দেখলাম আমার প্রিয় শহরের, ভাইর বাড়ী কোথায়?
Dinajpur
ফ্রী নাকি টাকা দিয়ে নিলেন?
সায়েফ শাহিন said:
বাংলাদেশ থেকে আমি অরিজিনাল ভার্সনটা কিনতে চাই, কিভাবে কিনব। কোন ভার্সনটা কিনলে ভাল হবে.
Omi Azad said:
Sorry for the late reply, are you interested in Windows 8?
Mohammad Hasan said:
দাম টা বললে ভালো হত.
Omi Azad said:
Ask-
1: http://bit.ly/UIEoWF or
2: http://bit.ly/110O9UC 🙂