বিশ্বনন্দিত সফটওয়্যার নির্মাতা মাইক্রসফট-এর অফিস এ্যপ্লিকেশন ডেভলপাররা গত বুধবার বাংলাদেশের ডেভলপারদেরকে একটি সুসংবাদ দেন। আর সেটি হলো এখন থেকে মাইক্রোসফটের প্রতিটি ডেস্কটপ অথবা সার্ভার এ্যপ্লিকেশনগুলি বাংলায় (ইউনিকোড) হিসাব করতে সক্ষম হবে। উদাহরণ স্বরূপ একটি ডেমো দেখানো হয়, যেখানে মাইক্রসফট এক্সেল ২০০৭ এ্যপ্লিকেশনে হিসাব করে দেখানো হয়।

এর আগে ইউনিকোড বাংলা ব্যবহার হতো শুধু লেখা বা ইনডেক্সিং করার জন্য। যার ফলে সার্চিং এবং সর্টিং করা গেলেও ইউনিকোড বাংলা অঙ্ক দিয়ে হিসাব করা যেতো না। এখন থেকে সেটি করতে সক্ষম হবে মাইক্রসফটের পণ্যগুলি।

ভারত সরকারের প্রস্তাবের ভিত্তিতে আগে থেকেই হিন্দী ভাষার হিসাব নিকাশ করা সম্ভব ছিলো শুধুমাত্র অফিস ২০০৩ এ্যপ্লিকেশনে। তারই সফলতা দেখে মাইক্রসফট আগ্রহী হয় ভারতীয় প্রতিটি ভাষার হিসাব নিকাশের সমর্থন দেবার জন্য এবং সেটি শুধু অফিস এ্যপ্লিকেশনেই সীমাবদ্ধ না, সার্ভারের ক্ষেত্রেও (যেমন মাইক্রসফট SQL সার্ভার) এটি ব্যবহার করা যাবে। বাংলার পরে একে একে ভারতীয় অন্যান্য ভাষাগুলির সমর্থন নিয়ে ভাবছে মাইক্রসফট।

এই সিদ্ধান্তের ফলে বাংলা কম্পিউটিং-এ একটি নতুন মাত্রা যোগ হলো…