ইদানিং আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনো? বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না। আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি, একটি বিট্টরেন্ট, অন্যটি এইচটিটিপি। আমাদের দেশের ইন্টারনেট থেকে বিট্টরেন্টে তুলনামূলক কম গতি পাওয়াযায় বিধায় আমরা এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি আবার আরেক ঝামেলা। ডারা ফাইলগুলি আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার করে; যেমন: ড়্যাপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার ইত্যাদী।
এখন এই সেবাগুলি ব্যবহার করার আবার কিছু সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে। আবার আপনি যদি একটি আইপি শেয়ার করেন (যেমন: আপনার অফিসে বা গ্রামীণফোন ইন্টারনেটে বা পাড়ার ছোটো আইএসপিতে), তাহলেও বলবে আপনি বর্তমানে একটি ডাউনলোড করছেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটি ডাউনলোড করতে পারবেন না। অথচ আপনি ডাউনলোড করছেন না।
এরকম সমস্যা থেকে বাঁচতে আমরা ড়্যাপিডশেয়ার বা মেগাআপলোডের একাউন্ট কিনে ব্যবহার করি। সেটারও সমস্যা আছে। আমি ড়্যাপিডশেয়ার কিনলাম, কিন্তু যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা নেটলোডে দেয়া আছে। এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি নামের একটি সমাধান এসেছে। এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডননেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে। লিঙ্কগুলি ধরিয়ে দিলে ক্যপচা ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু মিপোনি নিজে নিজে করে। আপনি শুধু বসে বসে তামাশা দেখবেন!
তাহলে আর টাকা দিয়ে ড়্যাপিডশেয়ার ব্যবহার করার দরকার কি, মিপোনি দিয়ে কাজ সারলেই হয়। 🙂
————————–
আমি বলছিনা আসুন আমরা পাইরেসি করি, বা পাইরেডেট জিনিস ব্যবহার করি, কিন্তু এ ছাড়া আমাদের উপায় আপাতত নেই। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু কয়টা হলে হলিউডের সিনেমা দেখানো হয়! আমি একটা এক্সবক্সের গেইমস্ কিনে খেলতে চাই, কোথায় পাবো অরিজিনাল গেইমস্?
ছি ছি আপনি আমাদের চুরি করা শিখাচ্ছেন ?
না
থুক্কু 🙂
আপনার চিন্তা ভাবনা দেখে আমি অভিভূত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এরকম হতো????
ভালো থাকবেন ভাইয়া………আমি বিশ্বাষ করি, যারা গরীব মানুষকে দয়া করেন….আল্লাহ উনাকে দয়া করেন।
আমি দু:খিত। এই পোস্টে আমি কমেন্ট করতে চাই নি। কিন্তু এ পোস্টে কমেন্টটা আসলো কেমনে? আমিতো কমেন্ট করেছিলাম http://omi.net.bd/604 এই পোস্টে। 🙁
এমন সুন্দর একটি পোস্টের জন্য অমি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আসলে ঠিকই বলেছেন, আমরা আসলে ভিকটিম।
ভাইয়া কি জানাবেন আমি কিভাবে আমার কমেন্টস্-এর মধ্যে অন্যদের মত আমার নিজের ছবি যোগ করতে পারি?
ছবিটাকে আমরা বলি অভতার, সেটা আনার জন্য http://en.gravatar.com/ সাইটে একটা ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে এবং সেখানে ছবি দিতে হবে। পরে কোনো ব্লগে মন্তব্য করার সময় সেই ইমেইল ঠিকানা ব্যবহার করলে ছবিটা দেখাবে।
দারুন জিনিস। আমি mediafire থেকে বেশি downlooad করি। এডিএসএল লাইন এ বারবার IP change এর জন্য link refresh করতে পেইজ ভিসিট করা লাগত। এখন একটা কাজের ছেলে পাওয়া গেল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Welcome 🙂
ধন্যবাদ ভাইয়া। আপনার লেখা গুলা অনেক সুন্দর।
Pingback: রà§à¦ªà¦¿à¦¡à¦¶à§à§à¦¾à¦°, হà¦à¦«à¦¾à¦à¦² থà§à¦à§ ডাà¦à¦¨à¦²à§à¦¡ à¦à¦°à§à¦¨ à¦à§à¦¨ à¦à¦¾à¦®à§à¦²à
ধন্যবাদ অমি ভাই, টেরাই করে দেখি।
JDownloader এর চাইতে এটা কোন কোন দিক দিয়ে ভাল।
এসব কাজ আরামেই JD তে করা যায়। লিংক পেস্ট করে দিলেই এই ব্যাটা কিভাবে কিভাবে যেন সব কিছু পেয়ে যায়।
Pingback: ভুয়া ডাউনলোড লিঙ্ক থেকে রেহাই পাবার উপায় | Reality Bites
Pingback: ভুয়া ডাউনলোড লিঙ্ক চেনার সহজ উপায় | ratulsharif