Tags
বেশ কিছুদিন হলো আমি একটা অসাধারণ পিডিএফ রিডার+রাইটার ব্যবহার করছি। আমি এর পারফরমেন্সে এতটাই মুগ্ধ হয়েছি যে এটা ব্লগে সবার সাথে শেয়ার না করে পারলাম না। অসাধারণ পিডিএফ রিডার+রাইটারটির নাম নাইট্রোপিডিএফ।
কয়েক বছর হলো আমি এডোবি পিডিএফ ব্যবহার বন্ধ করে দিয়েছি, এর অস্বাভাবিক ধীর গতির জন্য। পিডিএফ ফাইল খুলতে, প্রিন্ট করতে বা তৈরী করতে অত্যাধিক সময় লাগে এডোবি সফটওয়্যারের। আমার ব্যবহার করা এডোবি পিডিএফ-এর সর্বশেষ সংস্করণটি ছিলো ৫.০, এর পরে আর কোনোদিন ঐ সফটওয়্যার ব্যবহার করি নাই। পিডিএফ তৈরীর জন্য প্রথম দিকে ব্যবহার করতাম পিডিএফ ফোর্জ, ঘোস্ট স্ক্রিপ্টের লাইসেন্সিং নিয়ে কিছু ঝামেলার কারণে সেটা ব্যবহার বাদ দেই (সম্ভবত এখন ঐ ঝামেলাগুলি আর নাই), তখন পাই ডু-পিডিএফ। এটা সুন্দর ও হালকা সফটওয়্যার। কিন্তু পিডিএফ তৈরী ছাড়া বেশী কিছু করা যায়না।
আর এডোবি রিডার বাদ দেয়ার পর থেকেই ব্যবহার করে আসছি ফক্স আইটি পিডিএফ রিডার। ওটাও দুর্দান্ত একটা এপ্লিকেশন ছিলো।
কিছুদিন আগে নাম জানতে পারলাম নাইট্রো পিডিএফ রিডার-এর। প্রথমে ভেবেছিলাম এটা একটা পিডিএফ রিডার। পরে ফিচারগুলি পড়ে দেখি এডোবি পিডিএফ-কে টেক্কা দিতেই তৈরী হয়েছে এই সফটওয়্যার। ডটনেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরী করা হয়েছে এই সফটওয়্যারটি। যেটাতে আমরা পাবো:
- পিডিএফ ফাইল পড়া
- পিডিএফ ফাইলের যে-কোনো স্থানে এডিট করা
- পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি এক্সট্রাক্ট করা
- ৩০০-এর বেশী ফাইল ফরমেট থেকে পিডিএফ তৈরী করা
- পিডিএফ ফাইলের বিভিন্ন স্থানে মন্তব্য করা এবং মন্তব্যের জবাব লেখা
- নিজের স্বাক্ষর ব্যবহার করা
- পিডিএফ ফর্ম তৈরী এবং সম্পাদন করা
- পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল বন্ধ করা সহ হাজারও ফিচার!
উইন্ডোসের ৩২/৬৪ বিটের জন্য আলাদা আলাদা ইনস্টলার ডাউনলোড করা যাবে এই পাতা থেকে। আশাকরি আমার মতন আপনাদেরও কাজে লাগবে নাইট্রো পিডিএফ রিডার। 🙂
ডাউনলোড দিলাম। ফিচার শুনে তো বেশ ভাল মনে হচ্ছে। 😀
উবুন্টুর জন্য এরকম একটা পিডিএফ রাইটার খুঁজছি।
অফিস ২০১০ দিয়েই তো পিডিএফ তৈরি করা যায়। আর সবচেয়ে হালকা পিডিএফ রিডার হচ্ছে Sumatra PDF.
আমার foxit ই ভালো লাগে… 🙂
কয়েকদিন আগে কি একটা সফটওয়্যার ইণ্সটল করতে গেলাম পরে সেটা নাইট্রোপিডিএফ ইন্সটল করতে চাইল। করিনি। ভাবলাম, নিশ্চয়ই কোন ফালতু সফটওয়্যার। ফক্সিট কত ভাল।
এখন মনে হচ্ছে এটা ইউজ করতে হবে।