PDF (Portable Document Format) বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ডকুমেন্ট ফরম্যাট। একমাত্র এই ফরম্যাটের ডকুমেন্ট ছাপা কাগজের বিকল্প হিসেবে নিশ্চিন্তে বহন বা বিতরণ করা যায়। আর তাই এডোবির এই প্রযুক্তি অগনিত ব্যবহারকারী আছে বিশ্বজুড়ে। তবে এডোবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা আর পিডিএফ দেখার সফটওয়ার এডোবি এক্রোবেট রিডারের সমস্থ উন্নয়ন বন্ধ করে দিচ্ছে, সেই সাথে আগামী বছর সেপ্টেম্বর থেকে এক্রোবেট রিডার ব্যবহারকারীরা আর কোনো সমর্থন পাবে না এডোবি থেকে।

তবে উপরের খবরটি পড়ে দুঃচিন্তার কিছু নাই। কারন একই সাথে এডোবি পিডিএফ ফাইল পড়ার নতুন একটি সফটওয়্যারের ঘোষণা দিয়েছে আর সেটি হলো এডোবি ডিজিটাল এডিশন। এই মুহূর্তে এডোবি ল্যাবে সফটওয়্যারটির উপরে ব্যপক গবেষণা চলছে। এডোবির এক্রোবেট রিডারের সমস্থ প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হবে এই ডিজিটাল এডিশন-এ। সফটওয়্যারটি উন্নয়ন করা হয়েছে বা হচ্ছে এডোবি ফ্ল্যাশ-এর ভিত্তিতে এবং প্রথম সুবিধাটি হলো এটি প্রচন্ড হালকা এবং দ্রুতগতি সমৃদ্ধ। ব্যবহারকারীর কম্পিউটারে থাকা সমস্থ পিডিএফ ফাইলের ব্যবস্থাপনার জন্য থাকছে লাইব্রেরীর সুবিধা। এবং নতুন আরও সুবিধা নিয়ে আসছে এডোবি ডিজিটাল এডিশন। বেটা (এখনো অসম্পুর্ন) সংস্করণটি পরীক্ষা করার জন্য পাওয়া যাবে http://labs.adobe.com/technologies/digitaleditions/ সাইট থেকে।