সান মাইক্রসিস্টেমস্ জাভার সোর্স উন্মুক্ত করার পরে এবার অপারেটিং সিস্টেম সোলারিসের সোর্স উন্মুক্ত করার কথা ভাবছে। এর আগে ২০০৫ সালে সান কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স (CDDL)-এর অধীনে ওপেন সোলারিস প্রজেক্ট ঘোষনা করা হয়। কিন্তু সান এবার GPL (জেনারেল পাবলিক লাইসেন্স) ব্যবহার করার কথা চিন্তা করছে সোলারিসের ক্ষেত্রে।
গত মঙ্গলবার সান-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিচ গ্রীন কর্মীদের সাথে এক বৈঠকে এই কথা জানান। কর্মীরা নিশ্চিত হবার জন্য পাল্টা প্রশ্ন করলে গ্রীন বলেন, “আমরা এই বিষয়টিকে খুব কাছ থেকে দেখবো এবং আশা করছি আমরা GPL ব্যবহার করবো।”
GPL লাইসেন্সটির ব্যবহার বা প্রচলণ শুরু হয়েছিলো লিনাক্স দিয়ে এবং এখনো লিনাক্সের ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার। তবে বিশেষজ্ঞরা আশা করছেন যে সোলারিস GPL ব্যবহার শুরু করলে লিনাক্স সোলারিসের ভালো জিনিসগুলো ব্যবহার করতে পারবে, যেমন ZFS ফাইল সিস্টেম, DTrace প্রোব প্রযুক্তি ইত্যাদী। এগুলি উন্মুক্ত হয়ে গেলে যে সোলারিস বাজার হারাবে তা-না। উন্মুক্ত হয়ে গেলে এগুলির গবেষণা এবং উন্নয়ন (R&D) ব্যপক হারে বেড়ে যাবে, যা সোলারিসের জন্য ফয়দা জনক হবে।