ইন্টারনেট ব্রাউজিং এখন তরুন প্রজন্মের জন্য একরকম আসক্তি, আবার সঙ্গীত প্রেমও একটা আসক্তি। আবার বেশীরভাগ দেখা যায় আমরা কম্পিউটারে কোনো কাজ করার সময় পাশাপাশি গান শুনতে পছন্দ করি, ব্যতিক্রম হয়না নেট সার্ফ করার ক্ষেত্রেও। আর এই সঙ্গীতপ্রেমিদের কথা চিন্তা করেই মোজিলা উন্নয়নকারীরা বের করেছে ফক্সিটিউনস্।
মোজিলা’র যে-কোনো ওয়েব ব্রাউজারে (যেমন: ফায়ারফক্স, মোজিলা স্যুট, সি মাঙ্কি) কাজ করবে এই ছোট্ট এক্সটেনশনটি আর এর কাজ হলো আপনার কম্পিউটারে ইনস্টল থাকা গান শোনার সফটওয়্যারের ইঞ্জিন ব্যবহার করে গান বাজানো। তবে গান শুনতে বা গান নিয়ন্ত্রন করতে ব্রাউজার বন্ধ বা আড়াল করতে হবেনা। ব্রাউজারের স্টেটাসবার থেকে অনেয়াসে নিয়ন্ত্রন করা যাবে আপনার পছন্দের গান। তবে যেহেতু এক্সটেনশনটি অন্য সফটওয়্যারের ইঞ্জিন ব্যবহার করে, সেহেতু কাজ করানোর জন্য আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অবশ্যই উইনএম্প, আইটিউনস, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার অথবা লিনাক্সে অপারেটিং সিস্টেমে এক্সএমপ্লে, এক্সএমএমএস, বিপ মিডিয়া প্লেয়ার জাতীয় সফটওয়্যার উপস্থিত থাকতে হবে। আর বার বার ব্রাউজার আড়াল করে গান নিয়ন্ত্রনের প্রয়োজন কি, এক্সটেনশনটি ইন্সটল করে একই সাথে সঙ্গীত এবং ইন্টারনেটের চর্চা করতে থাকুন!
ব্রাউজ করতে করতে গান শুনুন!
06 বুধবার ডিসে. 2006
Posted আইটি বিশ্ব, ওপেন সোর্স
in