ভাবুন তো, মাত্র এক পাউন্ড ওজন, যা হাতের তালুতে ধরে যায় এরকম একটি প্রজেক্টর মেশিন হতে পারে! ঠিক এমনটিই তৈরী করে চলতি সপ্তাহে বাজারে ছেড়েছে তোসিবা। TDP-FF1AU মডেলের প্রজেক্টরটি উক্ত বৈশিষ্ঠ্যবলী সম্বলিত এই পর্যন্ত বিশ্বের সবচাইতে ছোটো প্রজেক্টর। লিথিয়াম আয়ন ব্যাটারী সম্বলিত প্রজেক্টরটির ওজন ১.১ পাউন্ড, উচ্চতা ২.২ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি লম্বা এবং ৪.০ ইঞ্চি চ্যাওড়া।

একটি স্ক্রিন থেকে ৮.২ ফুট দূরে রাখলে প্রজেক্টরটি ৮০০×৬০০ পিক্সেলের ৬৮ ইঞ্চি ছবি দেখা যাবে যা স্বাভাবিক প্রজেক্টরের মতই উজ্জল ছবি দেখাতে সক্ষম। প্রজেক্টরটি কম্পিউটার থেকে সরাসরি ডিভিআই বা ভিজিএ ছবি গ্রহণ করে প্রদর্শন করার পাশাপাশি ওপেন অফিস বা মাইক্রসফট অফিসের প্রেজেন্টেশন সরাসরি দেখাতে পারে। যার জন্য ইউএসবি পোর্ট রয়েছে পেন ড্রাইভ ব্যবহার করার জন্য। প্রজেন্টেশনের শব্দ বাহিরে শোনার জন্য রয়েছে স্টেরিও আউটপুর জ্যাক।

আমেরিকার বাজারে প্রজেক্টরটির দাম রাখা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার এবং সাথে প্রজেক্টর লাইটের জন্য থাকছে ১০০০০ ঘন্টার গ্যারান্টি।