আজ বাংলাদেশ নামটির ৪১তম জন্মদিন। আমরা কম বেশী সকলেই এই ইতিহাস জানি এবং ইতিহাসের পাশাপাশি আরও একটা কথা আমরা শুনে আসছি, আর সেটা হচ্ছে, “বিপুল সম্ভাবনার দেশ, বাংলাদেশ।”
৪১ বছরে এসে কারও কি জানতে ইচ্ছে হয়না যে কিসের এই সম্ভাবনা? আর কারজন্য এই সম্ভাবনা?
আমরা সম্ভাবনাময় যেই কথাগুলি শুনে আসছি, সেগুলি কিছুটা এরকম-
- তৈরী পোষাক শিল্পে আমারদের ব্যপক সম্ভাবনা,
- আইটি সেক্টরে আমাদের ব্যপক সম্ভবনা,
- টেলিকম খাতে আমাদের সম্ভাবনা অস্থির,
- সফটওয়্যার রপ্তানী দেশের জিডিপি বৃদ্ধিতে ব্যপক ভূমিকা পালন করবে,
- আউটসোর্সিং-এ আমাদের ব্যপক সম্ভাবনা, ইত্যাদি।
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এক শ্রেণীর মানুষ সম্ভাবনার কথা বলছে আর সেই কথা শুনে গ্রাম-গঞ্জ থেকে হাজার হাজার কর্মী শহরে এসে পরিশ্রম করছে দিনের পর দিন। বিনিময়ে সত্যই কি সেই পারিশ্রমিক পাচ্ছে?
৪১তম জন্মদিনে নেতানেত্রীরা যখন ছাঁয়ায় বসে কুচকাওয়াচ দেখছেন, তখন আমার মনে কিছু প্রশ্ন জেগেছে-
- ক’জন তৈরী পোষাক কারিগর এক গ্লাস ভালো পানি পান করতে পারে তাদের বাসস্থানে?
- ক’জন তৈরী পোষাক কারিগর দু’বেলা সুষম আহার করতে পারে?
- আইটি/টেলিকম খাত কি সত্যই আমাদের কৃষি খাতের পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পেরেছে?
- ক’জন দেশী সফটওয়্যার শ্রমিক তার পারিশ্রমিকের টাকায় আজ দেশের ভেতর এক টুকরো জমি কিনতে পেরেছে?
- যারা আজকে বিভিন্ন ক্ষ্যাপে আউটসোর্সিং করছে, তাদের বয়স ৫০ হলে তারা কি করবে?
ভীষণ সাধারণ কিছু প্রশ্ন, কেউ কি এর জবাব দেবে?
Asif Rahman said:
🙁
Sabuj Kundu said:
🙂
Al-Amin Kabir said:
“যারা আজকে বিভিন্ন ক্ষ্যাপে আউটসোর্সিং করছে, তাদের বয়স ৫০ হলে তারা কি করবে?”
অমি ভাই এই প্রশ্নের সম্ভাব্য একটা উত্তর দেন। আর এই শিরোনামে একটা বিস্তারিত লেখা লিখেন, পিলিজ।.
Omi Azad said:
চেষ্টা করবো 🙂
Robin Paul said:
“যারা আজকে বিভিন্ন ক্ষ্যাপে আউটসোর্সিং করছে, তাদের বয়স ৫০ হলে তারা কি করবে?” চরম একখান প্রশ্ন!
Polash Rahman said:
80pore ki korbe?
Anup Debnath said:
…
Awnik Raihan said:
Just some thought on the khapists in 50 s…
a)Some outsource guys (at least thousand to one) will turn into small/medium entrepreneur,
b)some may start working as consultant (strategic consultant) for other larger software company ,
c) the ever green ones will still go on with old business (like my client, 87 year old and still considering to shift his skill from silverlight to html5 ),
d) old tradition of mentor-disciple arrangement may come back in a different form-some grandpa khapist form a group of Facebook followers of grandson khapist, and go on with what they do best.
e)Some will have enough money (if wise in spending now) and lots of back pain – so they will straight go for fancy old home or hospitals.
f) Some will have no money (all spent on tablet and win smart phone) and still lots of back pain – but not much scope on fancy place so stay with some relatives or so.
Saifullah Sammo said:
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এক শ্রেণীর মানুষ সম্ভাবনার কথা বলছে আর সেই কথা শুনে গ্রাম-গঞ্জ থেকে হাজার হাজার কর্মী শহরে এসে পরিশ্রম করছে দিনের পর দিন। বিনিময়ে সত্যই কি সেই পারিশ্রমিক পাচ্ছে?
Ami Khola Janala said:
http://tips-universe.blogspot.com
ভালো লাগলো। ধন্যবাদ।.