আজকে প্রথম আলো’র “আইফোনের লক খুললেন ঢাকার তরুণ” শীর্ষক খবর পড়ে একটু মেজাজ গরম হয়ে গেলো। বাংলাদেশে কে একজন আইফোন ক্র্যাক্ করেছে সেটা আবার ফলাও করে প্রথম পাতায় দিয়েছে। ক্র্যাক্ বিষয়টা যতই মজার হোক বা যতই কাজে লাগুক, পন্থাটা কিন্তু ঠিক না। একটা কোম্পানী নিশ্চয়ই কোনো কারণে বাধ্য বাধকতা দিয়ে থাকে, সেটা R&D বা ব্যক্তিগত কাজে ক্র্যাক্ করা যায়, কিন্তু সেটা একটা জাতীয় দৈনিকের প্রথম পাতায় আসতে পারেনা। এতে কি এটা প্রমাণ হয়না যে এই জাতিকে ক্র্যাক্ জাতীয় দুই নম্বর কাজে এরা উদ্বুদ্ধ করছে?
আমাকে আমার আইফোনটা কিনে দিয়েছিলো তারা যারা আমার ম্যাকবুকটা কিনে দেয়। আমি সেটা হাতে পাই জুলাই মাসের ২০ তারিখে। এক বড়ভাই সুদুর ক্যালিফোর্নিয়া থেকে এগুলি আমার জন্য বয়ে নিয়ে আসেন। তাতে সিঙ্গুলারের যে সিমটা লাগানো ছিলো সেটা নিজে থেকে বাংলালিঙ্কের নেটওয়ার্ক বেছে নিয়ে রোমিং মোডে চলতে থাকে। কিন্তু আমিতো আর সেটা চালাতে পারিনা। এমনিতেই কয়েকদিন ব্যবহার করলাম কল করা বাদে অন্যসব ফিচারগুলি।
আমি বিভিন্নজনকে এই বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম আমেরিকাতে, সবাই রহস্যময় জবাব দেয়। প্রায় ১৫দিন পার হবার পরে আমি চিন্তা করলাম একবার ক্র্যাক্ খুঁজে দেখি আমি যেই সাইটগুলি থেকে সাধারণত সফটওয়্যার ডাউনলোড করি, সেইগুলিতে। আমি জবাব পেলাম এখানে। আর দেরী কেন! 🙂
ক্র্যাকটা ডাউনলোড হতে সময় অল্প লাগলেও ক্র্যাক্ হতে সময় লাগলো ১৫ মিনিটের কাছাকাছি। যখন ক্র্যাক্ হচ্ছিলো, তখন জানটা ধুক্ ধুক্ করছিলো, যদি আর চালুই না হয়! ক্র্যাকারা যে ভালো কিছু দেবে তার গ্যারান্টি কি! 🙁
শেষ পর্যন্ত হলো এবং আমার গ্রামীণের সিম সেখানে ভালোই চলছে। সাথে একটেল আর ওয়ারিদ পরীক্ষা করেছি, ঠিকমতই চলছে।
আইফোন দিয়ে আমি চ্যাট করছি
অমি উপরের ছবিটা ভালোভাবে নেয়ার চেষ্টা করেছি যাতে গ্রামীণফোনের নামটা দেখা যায়। হাস্যকর হলেও সত্য প্রথম আলোর ছবিতে কিন্তু AT&T পরিস্কার দেখা যাচ্ছে। 🙂 ক্র্যাক করা আইফোনের একটা ছবি তোলার মুরাদ হয়নি?
এই ছবিতে গ্রামীণের নাম আরও পরিস্কার এসেছে। বাবা প্রথম আলো, খবর তো দিলা, কিন্তু প্রমাণ তো দিতে পারলানা। আর তোমরা আজকে নতুন করে দেখছো, গত দেড়মাস থেকে আমি সেটা ব্যবহার করছি। 🙂
The Prothom Alo News:
আইফোনের লক খুললেন ঢাকার তরুণ
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি সাম্প্রতিক সময়ের দুনিয়া কাঁপানো মোবাইল ফোন আইফোনের নিরাপত্তা সংকেত (লক বা সিকিউরিটি কোড) উন্নুক্ত করে বাংলাদেশের মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহার করতে সফল হয়েছেন ঢাকার রোকনুল হক লিটন। প্রথমে তিনি আইফোনে গান শোনা ও ছবি তোলার জন্য এর প্রাথমিক নিরাপত্তাসংকেত (জেইল কোড) ভাঙেন। এরপর গত রোববার দুপুরে তিনি আইফোন থেকে ফোন করার নিরাপত্তা সংকেত (সিম লক) খোলেন।
লিটন প্রথমে আইফোনে গ্রামীণফোনের সিমকার্ড (সংযোগ) ব্যবহার করেন। পরে দেশের সব জিএসএম ঘরানার মোবাইল ফোন সিমকার্ড দিয়ে ফোনটি পরীক্ষা করে দেখেন তিনি।
গত ২৯ জুন অ্যাপল বোতামহীন স্পর্শকাতর পর্দার (টাচ੍িন) আইফোন বাজারে ছাড়ার পর থেকে সারা বিশ্বের প্রযুক্তি মহলে এটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ৭৪ দিনে ১০ লাখ আইফোন বিক্রি হয়েছে। কিন্তু অ্যাপল ও যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি বিশেষ চুক্তি করায় শুধু এটিঅ্যান্ডটির সংযোগেই আইফোন কাজ করে। তাই নির্দিষ্ট এই সংযোগ ছাড়া এবং যুক্তরাষ্ট্রের বাইরের গ্রাহকেরা আইফোন ব্যবহার করতে পারেন না। আর এ ব্যবস্থাটির জন্য আইফোনে প্রোগ্রামভিত্তিক বেশ কিছু নিরাপত্তা সংকেত রয়েছে।
এ কারণেই পৃথিবীজুড়ে আইফোনের নিরাপত্তা সংকেত ভাঙার চেষ্টা চালাচ্ছেন মেধাবী তরুণেরা। ঢাকার প্রযুক্তিপ্রেমী তরুণ রোকনুল হক লিটন চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে এটিঅ্যান্ডটির সিমকার্ডসহ আট গিগাবাইট তথ্য ধারণক্ষমতার একটি আইফোন কিনে আনান। এরপর থেকে তিনি আইফোনের নিরাপত্তা সংকেত ভাঙার জন্য ইন্টারনেটে বিভিন্ন প্রোগ্রাম ও পদ্ধতি খুঁজতে থাকেন। অনেক চেষ্টার পর চার-পাঁচ দিন আগে তিনি আইফোনের জেইল লক খুলতে সক্ষম হন। তখন আইফোনে আইপড (অ্যাপলের তৈরি গান শোনার ডিজিটাল যন্ত্র) চালু হলেও এটি দিয়ে ফোন করা যেত না।
অনেক প্রচেষ্টার পর রোববার দুপুরের দিকে লিটন সম্পুর্ণভাবে আইফোনের নিরাপত্তা সংকেত ভেঙে ফেলতে সক্ষম হন। এ জন্য চুড়ান্ত পর্যায়ে চারটি সফটওয়্যারের সাহায্য নিয়েছেন। গতকাল সোমবার লিটন প্রথম আলোকে বলেন, “কোনো অসৎ বা বাণিজ্যিক উদ্দেশ্যে আইফোনের নিরাপত্তা সংকেত (পাসওয়ার্ড) আমি খুলিনি। পৃথিবীর সাড়া জাগানো একটি মোবাইল ফোন ব্যবহার করাই আমার উদ্দেশ্য।”
প্রাথমিক সাংকেতিক বাধা ভাঙার পর সিম লক খুলতে টানা দুই দিন দুই রাত চেষ্টা করেছেন লিটন। পরে নিরাপত্তা সংকেত ভাঙতে ৩০ মিনিট সময় লেগেছে বলে জানালেন। এও বললেন, প্রথমবার তো সিম লক খুলতে গিয়ে পুরো ফোনেই আবার আটকে (লক) যায়। ইলেকট্রনিক যন্ত্রপাতির খুঁটিনাটি নানা জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করা ৩৭ বছর বয়সী লিটনের শখ বলে জানা গেল।
প্রসঙ্গত, ১৭ বছর বয়সী মার্কিন কিশোর জর্জ হোটজ চারজন হ্যাকারের (কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থায় গোপন সংকেত ভেদ করে যাঁরা ঢুকতে পারেন) সহায়তায় গত মাসের শেষ দিকে আইফোনের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলে আরেক প্রতিষ্ঠানের মোবাইল সংযোগ ব্যবহার করেন। আইফোনের নিরাপত্তা সংকেতের নিরাপত্তা কীভাবে ভাঙা যায়, তা নিয়ে ৫০০ ঘণ্টা সময় ব্যয় করেছেন জর্জ হোটজ। তবে লক খুলে এর অপারেটিং সিস্টেমে ঢুকতে তাঁর সময় লেগেছে দুই ঘণ্টা। অ্যাপল এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় এবং আগামী বছর যুক্তরাজ্য, জাপান ও মেক্সিকোর বাজারে আইফোন ছাড়ার পরিকল্পনা নিয়েছে।
hehe… lol 😀
i came to know that.. the first guy who successfully unloked the hardware of iphone he exchanged his unloked phone with 2 more iphones and a nissan 350z 🙂
can you view bangla web sites on an iphone?
I can see Bangla in my iPhone after installing Bangla font for mac osx from ekushey web site. This is a great phone. I suggest the persons who like to download things for a long time like ISO files, Torrents, Movies, mp3s should use iPhone. It does all the internet related computer jobs without a computer.
আপনি কেন আগে বললেন না..প্রথম আলো কে…:D
demonoid এর invitation code দিয়ে হেল্প করুন প্লিজ।
অমি ভাইতো এত্তো দিন প্রথম আলো’র খুব ভক্ত ছিলেন!
এরা হেন করে তেন করে…
খবরটা পড়ে আমারও মেজাজ গরম হয়েছিলো। ব্যাটা ক্র্যাক করেছে তাও ইন্টারনেট থেকে ডাউনলোড করে অন্যের সফটওয়্যার দিয়ে। আর প্রথম আলো এনেছে এক্কেবারে প্রথম পাতায়। দেখেন গিয়ে ব্যাটা চিফ রিপোর্টারের সম্পর্কে মাসতুতো ভাই নইলে ভাই-পো হয়…
Omi bhaire hijack korte hobe 😛
প্রথম আলোর কাহিনী আমিও বুঝলাম না। অবশ্য এতদিন ধরে তো এই দেশের সব চোর বাটপার নেতাদের নিউজই প্রথম পাতায় প্রকাশ করতো। নতুন কিছু না….
আচ্ছা, আপনার লিংকটাতে গিয়ে কিছু পেলাম না। “The CRIA threatened the company renting the servers to us, and because of this it is not possible to keep the site online. Sorry for the inconvenience and thanks for your understanding.”
ব্যাড লাকটাই খারাপ….
বাইদ্যাওয়ে… আমার একটা Treo 600 সিডিএমএ পিডিএ ফোন আছে। ওটা এখানে সিটিসেলের নেটওয়ার্ক পাচ্ছে এবং রোমিং এ আছে যথারীতি। ক্র্যাক করার কোন উপায় জানলে একটু মেইলে জানাবেন?
ত্রিভুজ,
আপনার জবাব আমার ভালো লেগেছে। যাই হোক, আমার দেয়া লিঙ্কটা ছিলো পৃথিবীর ২য় পপুলার টরেন্ট ট্র্যাকার সাইট ডিমোনয়েডের। টরেন্ট হচ্ছে এখন সফটওয়্যার পাইরেসির সবচাইতে বড় মাধ্যম। ডিমোনয়েডের হোস্টিং কানাডায় থাকার কারণে সেখানকার Canadian Recording Industry Association (CRIA) তাদের ইন্টারনেট সংযোগ প্রদানকারী কোম্পানীকে হুমকি দিয়ে এটা বন্ধ রেখেছে। তবে ডিমোনয়েড ছেড়ে দেবার বান্দা বলে আমি মনে করি-না। এর আগেও এরকম হয়েছিলো, তারা কানাডার সমস্থ আইপি ব্লক করে সমস্যার সমাধান করেছিলো। কিন্তু তারপরেও সমস্যা খান্ত দেয়নি। এবার মনেহয় ডিমোনয়েডকে দেশ ছাড়তে হবে।
আপনার সেটের জন্য http://mytreo.net/treofaq/FirmwareUnlock দেখতে পারেন।
Hi, can some one please help me show Bangla fonts on my iphone. I have tried editing my CGFontCache.plist but without luck. Maybe someone can send me a copy of theirs who has working bangla fonts? thanks
অনেক ধন্যবাদ অমি ভাই। ভুলেই গিয়েছিলাম এখানে একটা মন্তব্য করেছিলাম। গুগলে কি একটা সার্চ করতে গিয়ে আবার এই পেজে চলে আসলাম।
So, guys, I can buy an i Phone from Dhaka without thinking much, as there is way to crack it without risk. Isn’t it? Please help me out, as I am in love with this thing.
Please help me with an invitation code of demonoid. Pls pls pls…….
@nmshetu
Yest you can buy it from Dhaka without thinking anything about cracking. 🙂
And about your invitation, please use some other email address than Yahoo so that I can send you invitation.
Here goes my another e mail address. By the way, why not to yahoo address?
I don’t like Yahoo! cause every time someone send any important mail that goes into the junk folder. Fuck Yahoo mail.
dear omi vai please ekta demonoid er invitation code pathan please
অমি ভাই আমি আমার আইফোন ৪ নিয়ে মাতবরি করতে গিয়ে একদম ফ্যাক্টরি সেটিংসে ফিরে গেছি। নেট ঘেটে জানলাম GEVEY সিম ইউজ করা ছাড়া সিম লক খোলার কোনো উপায় নেই। এখন জেলব্রেক করে চালাচ্ছি। সাজেশন প্লিজ।