জনপ্রিয় ভিডিও বিনিময়কারী ওয়েবসাইট YouTube-কে গুগল্ ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিলো। গত সোমবার গুগল্-এর চীফ এক্সিকিউটভ এরিক স্কিমিড্ট এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, “YouTube-এর দল একটি সুন্দর এবং শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম তৈরী করেছে যা গুগল্-এর তথ্য পরিবেশনের পরিধিকে আরও বিস্তৃত করবে।” তিনি আরও বলেন, “ভিডিও-এর ক্ষেত্রে YouTube হলো গুগল্-এর অনেকগুলি বিনিয়োগের একটি মাত্র।”
গুগল্ YouTube-এর শেয়ার কিনে নিলেও দু’টি কোম্পানী এখনো নিজ নিজ প্রযুক্তি মাধ্যমে ভিডিও বিনিময় করবে এবং YouTube নামটিতেও আপাতত কোনো পরিবর্তন আসছেনা, পরিবর্তন আসছেনা YouTube-এর প্রতিষ্টাতা চ্যাড হ্যুর্লি এবং স্টিভ চ্যান সহ ৬৭ জন কর্মীদের মধ্যে।
গত ফেব্রুয়ারী ২০০৫ থেকে ভিডিও মাধ্যম লেনদেনের জন্য YouTube-এর যাত্রা শুরু হয় এবং খুব কম সময়ের মধ্যে ব্যপক জনপ্রিয় হয়ে ওঠে ভিডিও বিনিময়কারী এই ওয়েব পোর্টালটি। একটি সমিক্ষা অনুযায়ী জানা যায় প্রতিদিন YouTube-এ ১০০ মিলিয়ন দর্শক ভিডিও লেন-দেন করার জন্য YouTube ওয়েব সাইটে আসেন এবং প্রতি মাসে নতুন ভ্রমণকারীর সংখ্যা প্রায় ৭২ মিলিয়ন। YouTube মানুষের মধ্যে মিডিয়ার ব্যবহার, বিশেষ করে ভিডিও লেনদেন করার মানসিকতার মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে। কমস্কোর ওয়ার্ল্ড মেট্রিক্সের গননা অনুযায়ী এক বছর আগ থেকে এই পর্যন্ত বিশ্বব্যাপী YouTube-এর মোট গ্রাহক ২.৮ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৭২ মিলিয়নে উর্ত্তিন্ন হয়েছে।
এরই মধ্যে ইউনিভর্সেল মিউজিক, সিবিএস, সনি কর্প. YouTube-এর সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছে, যার ফলে মালিকানা নিতীমালার অধীনে ব্যবহারকারীদেরকে ভিডিও বা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে দেয়া হবে এবং মূল শিল্পীরা ক্ষতিগ্রস্ত হবে না।
আশা করা যাচ্ছে YouTube এবং গুগল্-এর মধ্যেকার এই চুক্তি তথ্যপ্রযুক্তি’র আঙ্গিনায় ব্যপক প্রভাব ফেলবে।
সূত্র: বিবিসি
আমগো পেজফ্লেক্স না কোন দিন কিন না ফালায় । হেগো স্বভাবই এটা হেগো কমপিটিটর দের এমন লোভ দেখায় যে তারা না বেইচা পারেনা ।