মোজিলার সাথে কারো চুক্তি হচ্ছে এই খবর নতুন কিছু না। মোজিলা ডেভলপাররা মাইক্রসফটকে পর্যন্ত সাহায্য করেছে ক্ষেত্র বিশেষে। মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহার করে তৈরী হয়েছে নেটস্ক্যাপ এবং এওএল এর মতো ব্রাউজার যেগুলি এখন পর্যন্ত ব্যবসায়িক সফটওয়্যার এবং এগুলি ক্লোসড্ সোর্স (closed source)। ওপেন সোর্সের জগতে এই মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহৃত হয়েছে প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার তৈরীতে, যেমন: NVU, এপিফেনি, কনকোরার ইত্যাদী।

এবার মোজিলার সাথে নাম যুক্ত হচ্ছে জনপ্রিয় ইমেইল সফটওয়্যার ও থ্রিজি সিডিএমএ মোবাইল প্রযুক্তি প্রস্তুতকারক কোম্পানী কুয়ালকোমের সাথে। যুক্তরাষ্ট্রের সেন ডিয়াগো হেড কোয়ার্টারে গত ১১ তারিখে কুয়ালকমের কর্মকর্তারা ঘোষনা দেয় যে ৭.১ ভার্সন থেকে তারা ইউডোরার কমার্শিয়াল উৎপাদন বন্ধ করে দিচ্ছে এবং আগামী বছেরে মাঝামাঝি সময়ের মধ্যে তারা নতুনভাবে ওপেনসোর্স হিসেবে প্রকাশ করবে নতুন ইউডোরা। নতুন ইউডোরা তৈরী হবে মোজিলা ইঞ্জিন গ্যাকো ভিত্তিক এবং অনুসরণ করা হবে মোজিলা থান্ডারবার্ডের কোডিং।

সেই সাথে কর্মকর্তারা আরও জানান যে ওপেন সোর্স হলেই তারা ব্যবসা বন্ধ করে দেবে না। কমার্শিয়াল সাপোর্ট নেবার জন্য হ্রাসকৃত মূল্য ১৯.৯৬ মার্কিন ডলার দিয়ে সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে ব্যবহারকারীদের।

আশা করা যাচ্ছে ওপেনসোর্স কমার্শিয়াল সফটওয়্যারের ক্ষেত্রে কুয়ালকমের এই পদক্ষেপকে একটি দৃষ্টান্ত হিসেবে নেবে কমার্শিয়াল সফটওয়্যার কোম্পানীগুলি। উল্লেখ্য যে ইউডোরাই ছিলো বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক ইমেইল সফটওয়্যার যা উইন্ডোজ এবং ম্যাকেন্টুশে চলতো।