শিঘ্রই দেশের শীর্ষ স্থানীয় সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল এবং বাংলাদেশের একমাত্র ওপেনসোর্স জিএনইউ/লিনাক্স লোকালাইজেশনকারী দল “অঙ্কুর” এর মধ্যে এক সমঝোতা চুক্তি Memorandum of Understanding বা সংক্ষেপে MoU স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি হয়ে গেলে অঙ্কুরের লোকালাইজকৃত সফটওয়্যার সম্বলিত বাংলা অপারেটিং সিস্টেম সিসটেক ডিজিটাল বাজারজাত করবে।
অঙ্কুর এর আগে কখনো বানিজ্যিকভাবে বাংলা অপারেটিং সিস্টেম বিতরণের ব্যবস্থা করেনাই এবং বাংলাদেশের মানুষের কাছে এখনো এই বাংলা অপারেটিং সিস্টেম খুব একটা পরিচিত না। আর অঙ্কুরের পরিশ্রমের বাস্তব রূপ দিতে সিসটেক ডিজিটালের এই প্রচেষ্টা। যাতে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাঙ্গালী এই কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারে। সারাদেশব্যাপীতো বটেই, সেই সাথে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে অবস্থিত সিসটেক ডিজিটালের পরিবেশকদের মাধ্যমে ছড়িয়ে দেবার প্রচেষ্টা করা হবে এই বাংলা অপারেটিং সিস্টেমকে বাংলা ভাষাভাষীদের কাছে।
অঙ্কুর এবং সিসটেক, দু’দলই চাচ্ছে শিঘ্রই এই চুক্তি সম্পন্ন করে ফেলতে, যাতে আগামী বেসিস মেলা থেকে বাঙ্গালীদের হাতে এই বাংলা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি তুলে দেয়া যায়। বাংলা অপারেটিং সিস্টেম সঠিকভাবে বিতরণ হলে দেশের মানুষ দেশী সফটওয়্যারের প্রতি আকৃষ্ট হবে বলে আশা করছে অঙ্কুর এবং সিসটেক।
আপনি আর ডার্কলর্ড কি একই ব্যাক্তি কেন বলছি সেটা নিচের লিংক দুটো দেখলে বুঝবেন।
http://www.somewhereinblog.net/thedarklordblog/post/25615
http://www.somewhereinblog.net/thedarklordblog/post/26467
ডার্কলড কে সেটাতো ওর প্রোফাইলেই লেখা আছে ভাই, কেউ লেখা কপি পেস্ট করলে আমি কি করতে পারি?