এই তো বের হলো সনি এন্টারটেইনমেন্টের প্লে-স্টেশন ৩। বিশ্বব্যাপী গেমাররা অধীর আগ্রহে বসে ছিলেন এই গেম কনসোলের জন্য। গেমারদের ক্ষুধা যে মিটিয়ে দিয়েছে প্লে-স্টেশন ৩ তা বোঝা যায় এর বিক্রির পরিমান দেখে। মাত্র দশ দিনের মধ্যে বিক্রি হয়েছে ৮৮ হাজার কনসোল। জনপ্রিয় হবার মূল কারন হলো এর অত্যাধুনিক সব ফিচার আর যার মধ্যে একটি এর লিনাক্স অপারেটিং সিস্টেম। সেল ব্রডব্যান্ড ইঞ্জিনের তৈরী ৩.২ গিগাহার্জ প্রসেসরে সনি চালাচ্ছে টেররা সফটের উন্নয়নকৃত ইয়োলো ডগ লিনাক্স। এই লিনাক্সটি মূলত তৈরী হয়েছিলো পাওয়ার পিসি (ম্যাকে ব্যবহৃত প্রসেসর)-এর জন্য এবং ৪.১ ভার্সন পর্যন্ত ছিলো শুধুই পাওয়ার পিসি’র জন্য উন্নয়ন করা। তবে প্লে-স্টেশন ৩ চলছে ইয়োলো ডগ লিনাক্সের সর্বশেষ সংস্করণ ৫ দিয়ে। এতে রয়েছে অফিস স্যুট হিসেবে রয়েছে ওপেন অফিস ২। এছাড়াও ব্যবহারকারী চাইলে অপারেটিং সিস্টেম পরিবর্তন করে নিজের পছন্দ মতো যে-কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করে চালাতে পারবেন।

ইয়োলো ডগ লিনাক্সের বিষয়টি প্রথমে সনির কর্মকর্তারা প্রকাশ করেনি। তবে ব্যবহারকারীরা অনেয়াসেই Settings > System Settings > Install Other OSs এ গিয়ে অন্য যে-কোনো লিনাক্স ব্যবহার করতে পারবেন। এতে করে প্লে-স্টেশন ৩ এর স্বাভাবিক কর্মকান্ডের কোনো পরিবর্তন হবে না।