ওয়েব কন্টেন্ট প্রোভাইডার ইয়াহু এবং সেরা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া সম্বিলিত একটি চুক্তির মাধ্যমে উভয়ের গ্রাহকদের সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এবং চুক্তির মাধ্যমে নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহু তাদের সেবাগুলি উন্নত এবং একটু আলাদাভাবে উপস্থিত করবে। নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহুর বিশেষ এই সেবাটির নাম দেয়া হয়েছে ইয়াহু গো। ইয়াহুর মাধ্যমে নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা যে সুবিধাগুলি পাবেন তা হলো: কন্টাক্ট- ব্যবহারকারীর সমস্থ কন্টাক্ট নাম ঠিকানা ফোনবুক সহ বিস্তারিত অনলাইনে ইয়াহু’র সার্ভারে জমা থাকবে এবং সবসময় সয়ংক্রিয়ভাবে আপডেট হবে, ফটো- ব্যবহারকারীরা ছবি তুললে সেটা অনলাইনে সংরক্ষিত থাকবে, ভয়েস সহ ম্যাসেঞ্জার, অটোমেটিক ইয়াহু মেইল নোটিফিকেশন।
নোকিয়ার সাথে যৌথভাবে নেয়া ইয়াহু’র এই ব্যতিক্রম উদ্দ্যোগটি বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের জন্য অনলাইনের সর্বোচ্চ সুবিধা উপভোগ করার সুযোগ করে দেবে এবং সবচাইতে আনন্দের বিষয় হলো এই সেবা বিশ্বের সমস্থ স্থানের জন্য প্রযোজ্য হবে। যদিও এখন বিশেষ বিশেষ মডেলের জন্য এই সেবা বরাদ্দ করা হয়েছে, শিঘ্রই সম্ভাব্য সব মডেলের জন্য এই সেবা উপস্থাপন করবে ইয়াহু।
নোকিয়া ব্যবহারকারীরা http://go.connect.yahoo.com/go/mobile ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে সেবাগুলি উপভোগ করতে পারবেন।