বুঝতেই পারছেন ঠেলায় আছি 🙂

ভিস্তা অফিসিয়ালি বের হবে আগামী ৩০ তারিখে। গতকালকে আমি আমার MSDN subscription-এর সাথে RTM মানে ফাইনাল ভার্সন পেয়ে গিয়েছি। সেটা নিয়ে একটু কেরমতি করে লাইট বানিয়ে বাড়ির একটা কম্পিউটারে ইনস্টল করলাম।

এর আগেও ভিস্তা ইনস্টল করছিলাম, তবে একটু নেড়ে চেড়ে ফেলে দিয়েছি। এবার মনস্থ করেছি যে ব্যবহার করবো আর দেখি নানা অসুবিধা। প্রথমে আমার সাউন্ড কার্ড পায় না। পরে এট হয় না ওটা হয়না। এখন দেখছি কোনো সিডি রাইটিং সফটওয়্যার চলে না। যেগুলা চলবে বলেছে সেগুলার ক্র্যাক পাচ্ছি না 😉 খুক্কু, সেগুলা কিনতে পারছি না। .NET 1.1 এর সফটওয়্যার চলে না। .NET ইনস্টল করার উপায় নেই।

কিছু করতে গেলেই বা কিছু এ্যপ্লিকেশন খুললেই Aero বন্ধ হয়ে যাচ্ছে…

বাংলা ফন্ট দেখে মনে হচ্ছে নিজের বিষ্ঠার দিকে তাকিয়ে আছি। কি আর করা শেষ পর্যন্ত আবার http://poorhackerz.googlepages.com কাছে সাহায্য নিয়ে বাংলার চেহারা ঠিক করলাম ওদের বৃন্দা ফন্টটা ডাউনলোড করে। ভিস্তারটা ফেলে দিয়ে ওটা ইনস্টল করলাম।

আর অনেক কিছু তো লিনাক্সের হুবহু নকল। GTK থীম মেরে দিয়ে এবারের উইন্ডোজ এক্সপ্লোরার (ফাইল ব্রাউজার) বানিয়েছে। বোতাম টিপে কাট কপি পেস্ট করা বা ফাইলের কোনো কাজ করার উপায় নাই। হয় কী-বোর্ডে সর্টকাট্ মারতে হবে, আর আপনি যদি হাঁদা রাম হয়ে থাকেন আর সর্টকাট্ না জানেন, তাহলে মাউসের রাইট ক্লিক্ দিয়ে কাজ সারতে হবে!

এর চাইতে অ..নে…ক কম ভেজালে লিনাক্স চলে এবং কোনো সমস্যাও হয়না। এ্যপল, লিনাক্স, সব একসাথে মেরে দিয়ে যে ককটেল বানিয়েছে সেটা কি খাবার/পান করবার যোগ্য হবে? যে কাজ করবো সেটাই যদি না হয়, তাহলে একে বিষ্ঠা না বলে ভিস্তা বলার যুক্তি আছে?