বুঝতেই পারছেন ঠেলায় আছি 🙂
ভিস্তা অফিসিয়ালি বের হবে আগামী ৩০ তারিখে। গতকালকে আমি আমার MSDN subscription-এর সাথে RTM মানে ফাইনাল ভার্সন পেয়ে গিয়েছি। সেটা নিয়ে একটু কেরমতি করে লাইট বানিয়ে বাড়ির একটা কম্পিউটারে ইনস্টল করলাম।
এর আগেও ভিস্তা ইনস্টল করছিলাম, তবে একটু নেড়ে চেড়ে ফেলে দিয়েছি। এবার মনস্থ করেছি যে ব্যবহার করবো আর দেখি নানা অসুবিধা। প্রথমে আমার সাউন্ড কার্ড পায় না। পরে এট হয় না ওটা হয়না। এখন দেখছি কোনো সিডি রাইটিং সফটওয়্যার চলে না। যেগুলা চলবে বলেছে সেগুলার ক্র্যাক পাচ্ছি না 😉 খুক্কু, সেগুলা কিনতে পারছি না। .NET 1.1 এর সফটওয়্যার চলে না। .NET ইনস্টল করার উপায় নেই।
কিছু করতে গেলেই বা কিছু এ্যপ্লিকেশন খুললেই Aero বন্ধ হয়ে যাচ্ছে…
বাংলা ফন্ট দেখে মনে হচ্ছে নিজের বিষ্ঠার দিকে তাকিয়ে আছি। কি আর করা শেষ পর্যন্ত আবার http://poorhackerz.googlepages.com কাছে সাহায্য নিয়ে বাংলার চেহারা ঠিক করলাম ওদের বৃন্দা ফন্টটা ডাউনলোড করে। ভিস্তারটা ফেলে দিয়ে ওটা ইনস্টল করলাম।
আর অনেক কিছু তো লিনাক্সের হুবহু নকল। GTK থীম মেরে দিয়ে এবারের উইন্ডোজ এক্সপ্লোরার (ফাইল ব্রাউজার) বানিয়েছে। বোতাম টিপে কাট কপি পেস্ট করা বা ফাইলের কোনো কাজ করার উপায় নাই। হয় কী-বোর্ডে সর্টকাট্ মারতে হবে, আর আপনি যদি হাঁদা রাম হয়ে থাকেন আর সর্টকাট্ না জানেন, তাহলে মাউসের রাইট ক্লিক্ দিয়ে কাজ সারতে হবে!
এর চাইতে অ..নে…ক কম ভেজালে লিনাক্স চলে এবং কোনো সমস্যাও হয়না। এ্যপল, লিনাক্স, সব একসাথে মেরে দিয়ে যে ককটেল বানিয়েছে সেটা কি খাবার/পান করবার যোগ্য হবে? যে কাজ করবো সেটাই যদি না হয়, তাহলে একে বিষ্ঠা না বলে ভিস্তা বলার যুক্তি আছে?
Wow, Vista Bista give up 😉 too bad experience … 😀
OpenSuse 10.2 ইউজ করে দেখেন। বিষ্ঠা রিপ্লেসেবল লিনাক্স আর উবুন্টু তো আছেই । তবে উবুন্টুর স্বাদ পুরোপুরি পেতে ইন্টারনেট থাকা মাস্ট। তবে সুসিতে এমনিতেই হাজারো এ্যাপলিকেশন আছে । প্রয়োজনীয় অপ্রয়োজনীয়
http://en.opensuse.org/Released_Version
মাল্টিমিডিয়ার ক্ষেত্রে Dreamlinux http://www.dreamlinux.com.br/english/download.html
ও মন্দ না
Compare Ubuntu AND Suse
http://polishlinux.org/choose/comparison/?distro1=SUSE&distro2=Ubuntu
ঐ মিয়া, একে তো ক্রাকড্ ভার্সন ব্যবহার করতাছেন; তাও আবার লাইট!!! ঐ মাইক্রোসফট ব্যটাগো কি দোষ!!!
ভাই! উনি মাইক্রোসফটের এমভিপি, ক্যাক ক্যা উনি আসলটাই ইউজ করতাছেন।
মাইক্রোসফটই পাঠাইছে।
আগের পোষ্ট গুলান দেখেন…
আমি 100% লিগাল ভিস্তা ব্যবহার করছি। শুধু কিছু ফিচার ফেলে দিয়ে লাইট বানিয়ে নিয়েছি।
এই ছবিটা দেখতে পারেন: http://farm1.static.flickr.com/95/362686066_d04ab31041_o.jpg
…
Come Get Some – Use Ubuntu
উবুন্টু লিনাক্স মাল্টিমিডিয়া কোডেক সাপোর্ট সহ
Linux Mint
http://lt.k1011.nutime.de/about.html
Ubuntu Multimediacenter
http://ubuntummc.com/
তাইলে তো বিষ্ঠা রেডি বা বিষ্ঠা প্যাকড ল্যাপটপ কেনা যাবে না!…. কি যে করি
হা হা হা
>> http://poorhackerz.googlepages.com কাছে সাহায্য নিয়ে বাংলার চেহারা ঠিক করলাম ওদের বৃন্দা ফন্টটা >> ডাউনলোড করে। ভিস্তারটা ফেলে দিয়ে ওটা ইনস্টল করলাম।
এটা তো আপনারই সাইট। হ্যাকড ভ্রিন্দার কপিরাইট ইনফোতে আপনার নাম।
আলমগীর
ঐ হ্যাকড্ বৃন্দা তৈরী হয়েছে সাগর ফন্টের নাম পরিবর্তন করে। আর সেই সুবাধে আমার নাম থাকলে আমার কিছু করার নেই 🙂
ওরা কাজটা করেছে যেটা অনেকেই করতে পারে, এমন কি আমিও। কিন্তু আমি মাইক্রসফটের MVP না, আমার তো আর এগুলা করা সাজে না। 😉
আশাকরি এখন আর কোনো কনফিউশন নাই…
ভালো খাকবে…